![]() |
ওগো তোমার আকাশ দুটি চোখে |
OGO TOMAR AKASH DUTI CHOKHE BY MAHTIM SHAKIB LYRICS: Originally Tomar Akash Duti Chokhe song is sung by Nirmala Mishra and Mahtim Sakib has covered this song. Original song credits go to her. Tomar Akash Duti Chokhe Lyrics are written by Bhabesh Gupta while the music was composed By Ravindra Jain, and Nachiketa Ghosh.
- Singer Mahtim Sakib
- Original Singer Nirmala Mishra
- Lyrics Bhabesh Gupta
- Album Emon Ekta Jhinuk Khuje Pelam na
- Composer Ravindra Jain, Nachiketa Ghosh
MUSIC VIDEO
TOMAR AKASH DUTI CHOKHE LYRICS
Mahtim Shakib
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তাঁরা।
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তাঁরা।
এই জীবন ছিল,
নদীর মতো গতিহারা।
এই জীবন ছিল,
নদীর মতো গতিহারা - দিশাহারা।
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তাঁরা।
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তাঁরা।
আগে ছিল শুধু পরিচয়,
পরে হলো মন বিনিময়।
আগে ছিল শুধু পরিচয়,
পরে হলো মন বিনিময়।
শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়,
শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়।
আজ যখনই ডাকি,
জানি তুমি দিবে সাড়া।
এই জীবন ছিলো,
নদীর মতো গতিহারা - দিশাহারা।
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তাঁরা।
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তাঁরা।
গানে নতুন করে এলো সুর,
এ যেন আগের চেয়ে সুমধুর।
গানে নতুন করে এলো সুর,
এ যেন আগের চেয়ে সুমধুর।
নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর,
নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর।
বয়ে চলেছে যে তাই,
ভালবাসার একধারা।
এই জীবন ছিলো,
নদীর মতো গতিহারা - দিশাহারা।
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তাঁরা।
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তাঁরা।
][ সমাপ্ত ][