তোমাকে - পরিণীতা |
Tomake Lyrics by Shreya Ghoshal: Tomake song is sung by Shreya Ghoshal and The male version was sung by Arko. This song is from the movie Parineeta. Tomake song Lyrics is written by Arko. And the music is also composed by him as well. The music video of this song features Ritwick Chakraborty And Subhashree Ganguly.
- Singer Arko ft. Shreya Ghoshal
- Lyrics Arko
- Music Arko
- Movie Parineeta
- Label RCE Music
MUSIC VIDEO
Tomake Lyrics
Shreya Ghoshal
প্রাণ দিতে চাই, মন দিতে চাই
সবটুকু ধ্যান সারাক্ষন দিতে চাই
তোমাকে, ও... তোমাকে!
স্বপ্ন সাজাই, নিজেকে হারাই
দুটি নিয়নে রোজ নিয়ে শুতে যাই
তোমাকে, ও... তোমাকে!
জেনেও তোমার আঁখি চুপ করে থাকে
রোজ দুই ফোঁটা যেন আরও ভালো লাগে
গানে, অভিসারে, চাই শুধু বারেবারে
তোমাকে, ও... তোমাকে!
যেদিন কানে কানে সব বলবো তোমাকে
বুকের মাঝে জাপটে জড়িয়ে ধরবো তোমাকে!
পথ চেয়ে রই, দেরি করোনা যতই
আর ভোলা যাবেনা জীবনে কখনোই
তোমাকে, ও.. তোমাকে!
তুমি হাসলে আমার ঠোঁটে হাসি
তুমি আসলে জোনাকি রাশি রাশি
রাখি আগলে তোমায় অনুরাগে
বলো কিভাবে বোঝাই ভালোবাসি?
সব চিঠি সব কল্পনা জুড়ে
রং মিশে যায় রুক্ষ দুপুরে
সেই রং দিয়ে তোমাকেই আঁকি
আর কিভাবে বোঝাই ভালোবাসি!
হ্যাঁ প্রাণ দিতে চাই, মন দিতে চাই
সবটুকু ধ্যান সারাক্ষন দিতে চাই
তোমাকে, ও.. তোমাকে!
স্বপ্ন সাজাই, নিজেকে হারাই
আর দুটি নিয়নে রোজ নিয়ে শুতে যাই
তোমাকে, ও.. তোমাকে!
][সমাপ্ত][
তোমাকে লিরিক্স - পরিণীতা
শ্রেয়া ঘোষাল
Praan Dite Chai, Mon Dite Chai
Shobtuku Dhyan Sharakkhon Dite Chai
Tomake, Ooo... Tomake!
Shopno Shajai, Nijeke Harai
Duti Noyone Roj Niye Shute Jai
Tomake, Ooo... Tomake!
Jenew Tomar Aakhi Chup Kore Thake
Roj Dui Fota Jeno Aaro Valo Lage
Gaane, Ovishaare, Chai Shudhu Baarebaare
Tomake, Ooo... Tomake!
Jedin Kane Kane Shob Bolbo Tomake
Buker Majhe Jaapte Joriye Dhorbo Tomake!
Poth Cheye Roi, Deri Korona Jotoi
Aar Vola Jabena Jibone Kokhonoi
Tomake, Ooo... Tomake!
Tumi Haashle Aamar Thote Haashi
Tumi Aashle Jonaki Rashi Rashi
Raakhi Aagle Tomay Onuraage
Bolo Kivabe Bojhai Valobashi?
Shob Chithi Sho Kolpona Jure
Rong Mishe Jaay Rukkho Dupure
Shei Rong Diye Tomakei Aaki
Aar Kivabe Bojhai Valobashi!
Hya Praan Dite Chai, Mon Dite Chai
Shobtuku Dhyan Sharakkhon Dite Chai
Tomake, Ooo... Tomake!
Shopno Shajai, Nijeke Harai
Duti Noyone Roj Niye Shute Jai
Tomake, Ooo... Tomake!
إرسال تعليق