NIJER JONNO LYRICS (নিজের জন্য) - ASHES

Nijer Jonno Lyrics by Ashes, নিজের জন্য লিরিক্স
নিজের জন্য
NIJER JONNO LYRICS BY ASHES BAND: Nijer Jonno is a Bangladeshi song from the band Ashes. This is a track from ashes' new album titled Antosharshunno. The lyrics of Nijer Jonno Lyrics are written by Zunayed Evan and Mixed and Mastered by Sultan Rafsan Khan. This song is released on Oct 9, 2020. The music video for "Nijer Jonno" was directed by Actor-Director Ziaul Hoque Polash.
  • Band Ashes
  • Lyrics Zunayed Evan
  • Music Zunayed Evan
  • Album Antosharshunno 
  • Label Ashes Music

MUSIC VIDEO

NIJER JONNO LYRICS

Ashes

আমি তো অনেকদিন 
আকাশের তারা গুনিনা, 
আমি তো এখন আর 
আমাকে খুঁজে পাইনা। 

আমি তো তোমাদের পথের কাঁটা হয়ে, 
আচমকা ঘৃণার মাঝে বেঁচে থাকা দায়।

এই ক'টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা
এই ক'টা নিঃশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না। 
এই ক'টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা,
এই ক'টা নিঃশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না।

কী যে মায়া লাগে 
আমার নিজের জন্য আহারে,
কী যে মায়া লাগে 
আমার নিজের জন্য আহারে,
কী যে মায়া লাগে 
আমার নিজের জন্য আহারে।

আমি তো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে, 
পাপের বন্ধনে থাকা সরল মানুষ। 
টগবগে রক্ত বিপ্লবী নকশাল মন, 
দুয়োর বন্ধ ঘরে ফুরিয়ে গেছে।

এই ক'টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা, 
এই ক'টা নিশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না, 
এই ক'টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা, 
এই ক'টা নিশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না।

কী যে মায়া লাগে আমার 
নিজের জন্য আহারে,
কী যে মায়া লাগে আমার 
নিজের জন্য আহারে,
কী যে মায়া লাগে আমার 
নিজের জন্য আহারে,
কী যে মায়া লাগে আমার 
নিজের জন্য আহারে।

][সমাপ্ত][ 

নিজের জন্য লিরিক্স

0/Post a Comment/Comments

ad

ad