![]() |
ইচ্ছে গুলো ইচ্ছে হলে লিরিক্স |
Icche Gulo Icche Hole Lyrics: Presenting Icche Gulo Icche Hole Lyrics from Album Icche Gulo. This song is sung by Kona and Akassh Sen while Nazir Mahmud has Tuned it and Music Composed by Musfiq Litu. Tomar Icche Gulo Icche Hole Amay Dite Paro lyrics is written by Sharif Al-Din.
- SingerKona & Akassh Sen
- LyricsSharif Al-Din
- Music Musfiq Litu
- Album Icche Gulo
- Label CMV Music
MUSIC VIDEO
TOMAR ICCHE GULO ICCHE HOLE LYRICS
Kona & Akassh Sen
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে
আমায় দিতে পারো
আমার ভালো লাগা ভালোবাসা
তোমায় দেবো আরো! - (X2)
তুমি হাতটা শুধু ধরো
আমি হবো না আর কারো! - (X2)
তোমার স্বপ্ন গুলো আমার চোখে
হচ্ছে জড়সড়!
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে
আমায় দিতে পারো
আমার ভালো লাগা ভালোবাসা
তোমায় দেবো আরো!
তোমার আবেগ মাখা খামখেয়ালী
হাঁটছে আমার পিছু
আমার আসা যাওয়ার পথের বাঁকে
পাইনি অন্য কিছু! - (X2)
তুমি হাতটা শুধু ধরো
আমি হবো না আর কারো! - (X2)
আমার স্বপ্ন গুলো তোমার চোখে
হচ্ছে জড়সড়!
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে
আমায় দিতে পারো
আমার ভালো লাগা ভালোবাসা
তোমায় দেবো আরো!
আমার হৃদয় যেন বানভাসি হয়
তোমার স্রোতের টাণে
আমি তোমার কাছে যাবোই যাবো
একলা থাকার দিনে! - (X2)
তুমি হাতটা শুধু ধরো
আমি হবো না আর কারো! - (X2)
তোমার স্বপ্ন গুলো আমার চোখে
হচ্ছে জড়সড়!
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে গুলো
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে
আমায় দিতে পারো
আমার ভালো লাগা, ভালোবাসা
তোমায় দেবো আরো!
][সমাপ্ত][
Post a Comment