"বেহুলা লিরিক্স" শুন্য ব্যান্ড |
- NameBehula
- LyricsTanvir Chowdhury
- Guiter Ishmam
- Drums Labib
- Band Shuno
ADVERTISEMENT
MUSIC VIDEO
SHUNNO BEHULA SONG LYRICS
Shunno
ভাগ্য আমায় ছোবল মারে
রক্তে বিষের জ্বালা
তুমি আমার আঁধার রাতে
একশ তারার মালা!
তোমার আমার এই কাহিনী
হাজার বছর ধরে
ভালোবাসার গান শোনাবে
প্রাচিন কোনো সুরে!
ও বেহুলা...
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা! -
ছাইড়া গেল স্বজন সুজন
তুমি তবু পাশে
তোমার মতন এমন করে
আর কে ভালোবাসে!
তোমার কায়া বড় মায়া
বটের ছায়া চোখে
আগলে রাখো বন্ধু আমায়
এই দুনিয়া থেকে!
ও বেহুলা...
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা! -
কালোমেঘে ডুবলো আকাশ
বজ্র হানাহানি
আকাশ জানে তোমায় ভালো
বাসি কতখানি!
কালোমেঘে ডুবলো আকাশ
বজ্র হানাহানি
আকাশ জানে তোমায় ভালো
বাসি কতখানি!
ও বেহুলা...
আমি মরলে আমায় নিয়ে
ভাসাইও ভেলা!
][সমাপ্ত][
বেহুলা লিরিক্স
শূন্য ব্যান্ড
Bhaggo Amay Chobol Mare
Rokte Bisher Jwala
Tumi Amar Andhar Raate
Eksho Tarar Mala!
Tomar Amar Ei Kahini
Hajar Bochor Dhore
Bhalobashar Gaan Shonabo
Prachin Kono Sure!
O Behula...
Ami Morle Amar Niye
Bhasaiyo Bhela!
............
إرسال تعليق